Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনাঃ

অবকাঠামোগত উন্নয়ন:

  আন্তর্জাতিক মানের পাঁচ তলা একডেমিক ভবন নির্মান, অত্যাধুনিক লাইব্রেরী ভবন নির্মাণ, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ল্যাব স্থাপন, বাউন্ডারী ওয়াল, অভ্যন্তরিন রাস্তা উন্নয়ন, সাবমার্সেবল পাম্প স্থাপন, অভিভাবকদের জন্য ওয়াসরুম স্থাপন, শিক্ষক-ছাত্র মিলনায়তন নির্মাণাধীন / চলমান  । সকল শ্রেনিকক্ষ সহ পুরো প্রতিষ্ঠানকে সিসিটিভি সিস্টেম এর আওতায় নিয়ে আসা, স্টাফ কোয়ার্টার ও অধ্যক্ষের বাসভবন নির্মাণ, বিকাশ সাধনে খেলার মাঠ অতি আবশ্যক।


দক্ষতা, প্রশিক্ষণ  পলিসি উন্নয়ন: 

           শিক্ষাক্রমের প্রবিধান ও পাঠ্যসূচী দেশের ও বিদেশের চাহিদার আলোকে পরিমার্জন প্রস্তাবনা প্রেরণ, এলাকা ভিত্তিক শ্রম-বাজারের তথ্যযুক্ত একটি ডাটাবেজ প্রণয়ন, NTVQF বাস্তবায়ন করা, প্রতিষ্ঠানকে Full Automation এর আওতায় নিয়ে আসা, প্রতিটি শ্রেণি কক্ষে সাউন্ড সিস্টেম স্থাপন, বায়ু দূষণ রোধে প্রতিষ্ঠানে Green Energy System প্রতিষ্ঠা, ড্রপ আউট হার কমানো ও পাশের হার বৃদ্ধিকরণ, Gross-Enrollment Rate বৃদ্ধিকরণ, Teacher Student Ratio যথাযথ করার ব্যবস্থাকরণ।