অর্জনসমূহঃ
২০২২ সালে চালুকৃত চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এর একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, শপ ও ল্যাবসমূহ, বাউন্ডারী ওয়াল ও প্রধান ফটক নির্মাণাধীন / চলমান । জেএসসি (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীদের ৩য় ব্যাচ ক্লাশ চলমান। উপজেলা পর্যায়ে ডিজিটাল মেলা ও বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ, শিক্ষকবৃন্দের দক্ষতা উন্নয়নে সকল প্রশিক্ষণে অংশগ্রহণ, গাইডেন্স এ্যান্ড কাউন্সেলিং কার্যক্রম জোরদার, উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও সততা স্টোর স্থাপন করা হয়েছে। বিশুদ্ধ পানির জন্য ফিল্টার ব্যবস্থা করা হয়েছে।
তাছাড়া চলমান কার্যক্রমসমূহ হচ্ছে- শিক্ষক-কর্মচারী প্রশিক্ষণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ, আধুনিক প্রযূক্তির ব্যবহার নিশ্চিত করতে ওয়াই-ফাই এর ব্যবস্থা, বিটিসিএল কর্তৃক ব্রডব্যান্ড কানেকশন, মাল্টিমিডিয়াভিত্তিক ক্লাস নেয়ার ব্যবস্থাকরণ, সিসিটিভি স্থাপন, অ্যাসেমব্লি ও সাধারণ সভায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দকে জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধকরণ এবং ক্লীন ও গ্রীন ক্যাম্পাস তৈরীকরনের কার্যক্রম গ্রহন, ডিজিটাল হাজিরা গ্রহন। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণের জন্য ওয়াটার ফিল্টার স্থাপন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস